Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Field Day under Climate Smart Agriculture and Water Management Project.
Details
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মাঠ দিবস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: আলী আকবর,যুগ্ম সচিব, নিরীক্ষা অনুবিভাগ, কৃষি মন্ত্রনালয় মহোদয়। সভাপতিত্ব করেন কৃষিবিদ মো: আশেক পারভেজ , উপ পরিচালক, ডিএই, নড়াইল মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, উপসচিব, (গবেষণা শাখা-১),কৃষি মন্ত্রণালয়, মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস,অতিরিক্ত  উপপরিচালক (উদ্যান),ডিএই, নড়াইল, অত্র  প্রকল্পের অতিরিক্ত উপ প্রকল্প পরিচালক ও মনিটরিং অফিসার, ইউএও নড়াইল সদরসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থান: মালিয়াট,শেখহাটি।


Attachments
Image
Publish Date
25/04/2024
Archieve Date
15/08/2024