ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মাঠ দিবস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: আলী আকবর,যুগ্ম সচিব, নিরীক্ষা অনুবিভাগ, কৃষি মন্ত্রনালয় মহোদয়। সভাপতিত্ব করেন কৃষিবিদ মো: আশেক পারভেজ , উপ পরিচালক, ডিএই, নড়াইল মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, উপসচিব, (গবেষণা শাখা-১),কৃষি মন্ত্রণালয়, মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস,অতিরিক্ত উপপরিচালক (উদ্যান),ডিএই, নড়াইল, অত্র প্রকল্পের অতিরিক্ত উপ প্রকল্প পরিচালক ও
মনিটরিং অফিসার, ইউএও নড়াইল সদরসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।