Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                                

ক্র.নং

 সেবার নাম

সেবা গ্রহীতা

সেবা প্রদানের সংক্ষিপ্ত পদ্ধতি/ সর্বোচ্চ সময়সীমা/ সংশ্লিষ্ট আইন-বিধি

সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারী

০১

সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি বিষয়ক পরামর্শ প্রদান।

স্থানীয় পর্যায়েরসকল শ্রেণীর কৃষক

সংক্ষিপ্ত পদ্ধতিঃ স্থানীয় পর্যায়ের সকল শ্রেণীরকৃষকদের তাদের চহিদা অনুযায়ী কৃষি বিষয়ক পরামর্শ যেমন- ফসলের উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, নতুন প্রযুক্তি, সার সুপারিশ, পোকা-মাকড় ও রোগ-বালাই দমন পদ্ধতি ও সেচ  বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

সময়সীমাঃ সারা বছর।

উপজেলা কৃষি অফিসারও কৃষি সম্প্রসারণ অফিসার।

০২

কৃষকদের ক্ষেতে প্রদর্শণী স্থাপন।

স্থানীয় পর্যায়ের আধুনিক ও আগ্রহীকৃষক

সংক্ষিপ্ত পদ্ধতিঃ বিভিন্ন প্রকল্প ও সরকারী ভাবে প্রাপ্ত প্রদর্শণী সমূহ বিভিন্ন ব্লকের কৃষকদের মাঝে বন্টন করা হয়। যে সমস্তকৃষকআধুনিক ও আগ্রহী এবং রাস্তার পাশে আবাদী জমি রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়।

সময়সীমাঃপ্রতি মৌসুমের শুরুতে।

উপজেলা কৃষি অফিসার।

০৩

কৃষকদের প্রশিক্ষণ প্রদান।

স্থানীয় পর্যায়ের সকল শ্রেণীর কৃষক

সংক্ষিপ্ত পদ্ধতিঃবিভিন্ন প্রকল্পের অনুকূলে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণীরকৃষকদের বিভিন্ন কৃষি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণ উপকরণ ও সন্মানী ভাতার ব্যবস্থা করা হয়।

সময়সীমাঃপ্রকল্পের বরাদ্দ প্রাপ্তির পর সবোচ্চ ৭ দিনের মধ্যে।

উপজেলা কৃষি অফিসারও কৃষি সম্প্রসারণ অফিসার।

০৩

সার ডিলার নিয়োগ

সার ডিলার নিয়োগ

প্রাপ্তির জন্য আবেদনকারী

সংক্ষিপ্ত পদ্ধতি:প্রাপ্ত যথাযথ আবেদনের ভিত্তিতে বিধি অনুযায়ী আবেদনপত্র উপজেলা সার বীজ মনিটরিং কমিটির মাধ্যমে  সভাপতি; জেলা সার বীজ মনিটরিং কমিটিরবরাবর প্রেরণ করা হয়। জেলা প্রশাসক মহোদয়/সভাপতিমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণকরেন।

সময়সীমাঃ আবেদনের সঠিকতা এবং স্বয়ংসম্পূর্ণতা সাপেক্ষে সর্বোচ্চ ৩০ দিন।   

সংশ্লিষ্ট আইন-বিধিঃসার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯।

উপজেলা নির্বাহী অফিসার; উপজেলা কৃষি অফিসার;

সংশ্লিষ্ট কমিটি।

 

০৪

সাব ডিলার(সার) নিয়োগ

সার ডিলার নিয়োগ

প্রাপ্তির জন্য আবেদনকারী

সংক্ষিপ্ত পদ্ধতিঃ প্রাপ্ত যথাযথ আবেদনের ভিত্তিতে বিধি অনুযায়ী আবেদনপত্র উপজেলা সার বীজ মনিটরিং কমিটির বরাবর প্রেরণ করা হয়। সভাপতি;উপজেলা সার বীজ মনিটরিং কমিটি বিধি মোতাবেক পরবর্তীসিদ্ধান্ত  গ্রহণকরেন।

সময়সীমাঃ আবেদনের পর থেকে সর্বোচ্চ ৩০দিন। 

সংশ্লিষ্ট আইন-বিধিঃ সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯।

উপজেলা কৃষি অফিসার;

সংশ্লিষ্ট অফিস সহকারী।

 

০৫

বালাইনাশকের লাইসেন্স প্রদান

বালাইনাশকের লাইসেন্সের জন্য আবেদনকারী

সংক্ষিপ্ত পদ্ধতিঃ প্রাপ্ত যথাযথ আবেদনের ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অফিসার আবেদনকারীর ব্যবসার স্থান পরিদর্শন পূবক আবেদনপত্র উপজেলা কৃষি অফিসারের নিকট প্রেরণ করেন। উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষরের পর উপজেলা নির্বাহী অফিসার লাইসেন্সের প্রাথমিক অনুমোদন করেন। পরবর্তীতে জেলা কর্মকর্তার(পিপিএস) স্বাক্ষরের মাধ্যমে লাইসেন্স অনুমোদন হয়। 

সময়সীমাঃআবেদনের পর ৭ দিন। সংশ্লিষ্ট আইন-বিধিঃ অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত সর্বশেষ নির্দেশনা।

সংশ্লিষ্ট আইন-বিধিঃThe Pesticides Rules, 1985।

উপজেলা নির্বাহী

অফিসার; উপজেলা কৃষি অফিসার; কৃষি সম্প্রসারণ অফিসার; সংশ্লিষ্ট

অফিস সহকারী।

সারের চাহিদা প্রেরন ও বন্টন

সার ডিলার

সংক্ষিপ্ত পদ্ধতিঃ প্রতিমাসে উপজেলার কৃষকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার সারের চাহিদাপ্রেরণ করা হয়এবং বরাদ্দ অনুযায়ী সার ডিলারদের মাঝে তা বিভাজন করা।  

সময়সীমাঃ প্রতিমাসে 1 বার ও বরাদ্দ প্রাপ্তি পর ২ দিনের মধ্যেবন্টন করাহয়।   

সংশ্লিষ্ট আইন-বিধিঃ সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯।

উপজেলা নির্বাহী

অফিসার; উপজেলা কৃষি অফিসার; সংশ্লিষ্ট

অফিস সহকারী।

০৮

সারের নমূনা টেষ্টে পাঠানো।

স্থানীয় পর্যায়েরসকল শ্রেণীর কৃষক

সংক্ষিপ্ত পদ্ধতিঃ কৃষকদের অভিযোগের ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অফিসারসারের নমূনা সংগ্রহ করেন।পরবর্তীতে উক্ত সারের নমূনাকৃষি সম্প্রসারণ অফিসারও উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষরের মাধ্যমে টেষ্টে পাঠানো হয়। টেষ্টের ফলাফলের ভিত্তিতেপরবর্তীপদক্ষেপ গ্রহন করা হয়।   

সময়সীমাঃসারের নমূনা টেষ্টে পাঠানো পরবর্তী ৩০ দিনের মধ্যে। 

সংশ্লিষ্ট আইন-বিধিঃ সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯।

উপজেলা কৃষি অফিসারও কৃষি সম্প্রসারণ অফিসার; সংশ্লিষ্ট অফিস সহকারী।

০৯

বীজের চাহিদা প্রেরন

স্থানীয় পর্যায়েরসকল শ্রেণীর কৃষকও বীজ ডিলার।

সংক্ষিপ্ত পদ্ধতিঃ উপজেলার কৃষকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার ফসলের বীজের চাহিদা বিএডিসি বরাবর প্রেরন করা হয়।বীজের চাহিদা অনুযায়ী পরবর্তীবিএডিসি বীজ সরবরাহ করে।

সময়সীমাঃপ্রতি মৌসুমের শুরুতে।

উপজেলা কৃষি অফিসার।

অভিযোগ দাখিল ও তথ্য প্রদানকারীঃ

উপজেলা কৃষিঅফিসার, নড়াইল সদর

ফোনঃ ০৪৮১-৬২৩28

-মেইলঃ uao­­­narailsadar@gmail.com

আপিল কর্তৃপক্ষঃ

উপ পরিচালক,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল

ফোনঃ ০৪৮১-৬২৪২৩

-মেইলঃ ddnarail@gmail.com